ভাঙ্গায় খাল থেকে লাশ উদ্ধার
- এ টি এম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)
- ০২ নভেম্বর ২০২৪, ১৮:৪০
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় খাল থেকে সরোয়ার শিকদার নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ নভেম্বর) সকাল ৭টার দিকে চান্দ্রা ইউনিয়নের স্থানীয় জনগণের তথ্যের ভিত্তিতে তার লাশ উদ্ধার করা হয়।
সরোয়ার শিকদার ভাঙ্গা উপজেলায় চান্দ্রা ইউনিয়নের গোয়াল বেড়া গ্রামের মরহুম জমির শিকদারের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের খাবার খেয়ে বাড়ি থেকে নিখোঁজ হন সরোয়ার শিকদার। বাড়ির লোকজন খোঁজ করে কোথাও তাকে পায়নি। সকালে পাঁচকুল কওমি মাদরাসার সামনে খালে ভাসমান অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তার পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে পুলিশকে খবর দেয়।
মৃত সরোয়ারের মেয়ে শারমিন জানান, তার পিতা শারীরিকভাবে দুর্বল ছিলেন। রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে খুঁজে পাওয়া যায়নি। সকালে মাছ ধরার লোকজন তার লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসীকে খবর দিলে আমরা গিয়ে বাবার লাশ শনাক্ত করি।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত ) আবুল খায়ের শেখ জানান, খালে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় জনগণ পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে আইনিব্যবস্থা নেয়া হবে।