নরসিংদীতে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
- পলাশ (নরসিংদী) সংবাদদাতা
- ০২ নভেম্বর ২০২৪, ১৪:৩২
নরসিংদীর পলাশে ইউনুস মিয়া অপু (১৭) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনতাই করা হয়েছে।
শনিবার (০২ নভেম্বর) দুপুরে উপজেলার গজারীয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে কলাবাগানের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত অপু মিয়া শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার নয়ন মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শুক্রবার সকালে বাড়ি থেকে ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে জীবিকার সন্ধানে বের হয় অপু মিয়া। রাতে সে বাড়ি না ফেরায় আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে তাকে পাওয়া যায়নি। পরে আজ সকালে নোয়াকান্দা এলাকার একটি কলাবাগানের পাশে অপুর গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।’