০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

সাভারে ফুটপাত দখলমুক্ত রাখতে যৌথ অভিযান

সাভারে ফুটপাত মুক্ত করতে যৌথ বাহিনীর অভিয়ান - ছবি : নয়া দিগন্ত

সাভারে পথচারীদের নির্বিঘ্ন চলাচলে ফুটপাত দখলমুক্ত রাখতে ঢাকা-আরিচা মহাসড়কে সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান শুরু করেছে পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) আহম্মদ মুঈদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সাভার মডেল থানার (ওসি ) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, জেলা পুলিশের নির্দেশে আমরা শুক্রবার উচ্ছেদ অভিযান শুরু করেছি। জনগণের ভোগান্তির কথা চিন্তা করে যানজট নিরসনে সেনাবাহিনীর সহায়তায় উচ্ছেদ অভিযান করেছে থানা পুলিশ। দীর্ঘদিন পর সাভার বাজার বাসস্ট্যান্ডের মহাসড়কের দু’পাশে হকার উচ্ছেদে সাধারণ জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ সময় শান্তিপূর্ণভাবে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

সরজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক সময় ফুটপাতের পজিশন বিক্রি করে চলত চাঁদাবাজি। দখল নিয়ে চলেছে সন্ত্রাসী কার্যক্রমও। শেখ হাসিনা সরকারের পতনের পর আবার সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট বসানোয় জনদুর্ভোগ ও যানযট বাড়ছে। এক্সপ্রেসওয়ের সাথে সড়কে সার্ভিস লেন থাকলেও তার সুফল থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ফসল হিসেবে অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর নিয়মিত কাজের অংশ হিসেবে সাভারবাসীকে যানজটমুক্ত সড়ক উপহার দিতে জেলা প্রশাসনের এমন উদ্যোগ বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা।

এদিকে ফুটপাত দখলে কোনো শক্তির কাছে মাথানত করা হবে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফুটপাত মুক্ত না হওয়া পর্যন্ত নিয়মিত এই অভিযান চালিয়ে যাবে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল, পুলিশ পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লাহ বিশ্বাস, ট্রাফিক পুলিশের সার্জেন্ট আমিনুল ইসলামসহ বিপুলসংখ্যক সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
আরাকান আর্মির ‘অন্তর্ভুক্তিমূলক প্রশাসন’ রোহিঙ্গাদের বিভক্ত করছে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে : ডা: শফিকুর রহমান ইউনূস হতে পারেন নতুন বাংলাদেশের স্থপতি নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা আবুধাবি এয়ারপোর্টে মাদকসহ ধরা পড়ছে অনেক বাংলাদেশী জয়ী হলে স্বাস্থ্যসেবা আইন বাতিল করবেন ট্রাম্প : সতর্কতা কমলার কিলার বাদল ও কাইল্যা সুমনের ইশারায় চলে অপরাধ জগৎ আমরা অবশ্যই মাতৃভূমিকে রক্ষা করব : নাহিদ বাজারে আসছে শীতকালীন সবজি, ফিরছে স্বস্তি দেশে রক্তনালীর রোগী আছে ৩ লাখ সার্জন মাত্র ৬০ জন শেখ পরিবারের কারোরই রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই : তাজউদ্দীন কন্যা

সকল