বেলাবতে আওয়ামী সন্ত্রাসীর হামলায় আহত ২
- বেলাব (নরসিংদী) সংবাদদাতা
- ০১ নভেম্বর ২০২৪, ২১:২৫
নরসিংদীর বেলাবতে শত্রুতার জেরে একদল আওয়ামী সন্ত্রাসী বাড়িতে এসে অতর্কিত হামলা করে কাজী মাহফুজ (৪০) ও কাজী সজিব (৩৫) নামে দু’জন বিএনপি কর্মীকে গুরুতর আহত করেছেন।
আজ শুক্রবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার নিলক্ষীয়া পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
আহত হওয়া কাজী মাহফুজ ও কাজী সজিব নিলক্ষীয়া পশ্চিম পাড়ার কাজী মজিবুর রহমানের ছেলে।
অভিযুক্তরা হলেন আবু হানিফের ছেলে রাজু মিয়া, লিখন মিয়া ও শিখন মিয়া, সামসু উদ্দিনের ছেলে শহীদ মিয়া এবং সিরাজ মিয়ার ছেলে সৌরভ।
জানা যায়, ‘অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা করেন। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে তাদেরকে উদ্ধার করে বেলাব মেডিক্যালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।’
এ ব্যাপারে বেলাব থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বেলাবো থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ‘তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’