আশুলিয়ায় সিঁড়ি থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
- তুহিন আহামেদ আশুলিয়া (ঢাকা)
- ০১ নভেম্বর ২০২৪, ২০:১১
ঢাকার আশুলিয়ায় পাঁচতলা ভবনের সিঁড়ি থেকে পড়ে ইসমাইল হোসেন (১১) নামে এক মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকালে আশুলিয়ার ভাইদাইল পূর্বপাড়া জামিয়া নুরাইল দারুল উলুম মাদরাসার পাঁচতলার সিঁড়ি থেকে পড়ে তার মৃত্যু হয়।
নিহত ইসমাইল হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা এলাকার আশরাফুলের ছেলে বলে জানা গেছে। সে আশুলিয়ার ভাদাইল এলাকায় পরিবারের সাথে থাকত। ওই মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল ইসমাইল।
পুলিশ জানায়, সকালে ক্লাস চলাকালীন ওই শিক্ষার্থী পাঁচতলার সিঁড়িতে দাঁড়িয়ে ভিমরুলের বাসা দেখছিল। সিঁড়ির রেলিংয়ের উচ্চতা কম থাকায় ভিমরুলের বাসা দেখার সময় সে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
আশুলিয়া থানার (এসআই) মনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিবারের আবেদনে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছ হস্তান্তর করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা