জালেমরা ছিল ক্ষমতায়, আলেমরা ছিল জেলে : মাওলানা দেলওয়ার
- এ এস সফিক, সাটুরিয়া (মানিকগঞ্জ)
- ০১ নভেম্বর ২০২৪, ১৮:২০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা দেলওয়ার হোসাইন বলেছেন, জালেমরা যখন ক্ষমতায় ছিল তখন আলেমরা জেলে ছিল।
শুক্রবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দিঘলীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী অফিস উদ্বোধনের সময় সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় দিঘলীয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সাজেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আবু সাঈদ।
আরো বক্তব্য রাখেন দড়গ্রাম ইউনিয়ন আমির মাওলানা ইদ্রিস আলী, বরাইদ ইউনিয়ন সভাপতি আব্দুছ ছাত্তার, মিশন আলী প্রমুখ।
মাওলানা দেলওয়ার হোসাইন তার বক্তব্যে আরো বলেন, শেখ হাসিনা লেডি ফেরাউনের মতো তার দলবল নিয়ে পালিয়ে গেছে। আর কোনো দানবীয় শক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে দিকে সবাইকে সতর্ক থাকতে হবে।