১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

দৌলতদিয়ায় মাদরাসা ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জোবায়ের শেখ (১২) নামে এক মাদরাসা ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।

শুক্রবার সকাল ৭টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাটের পাশে পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

জোবায়ের শেখ রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের রূপপুর গ্রামের লাভলু শেখের ছেলে এবং স্থানীয় মাদরাসাতুস ছাবিইল হাসান নামের এক মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

জোবায়ের বাবা লাশ শনাক্ত করে বলেন, ‘আমার ছেলে এই মাদরাসায় ভর্তি হওয়ার পর থেকে মাদরাসার আবাসিক হোষ্টেলে থাকতো। ঘটনার দিন বিকেলে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিল। আজ সকালে তার লাশ পাওয়া গেছে।’

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল বলেন, ‘মাদরাসার ওই ছাত্র গত তিন আগে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে আজ সকাল ৭টায় তার লাশ ভেসে উঠেছে।’

উল্লেখ্য, জোবায়ের গত বুধবার বিকেল ৫টার দিকে পদ্মা নদীর ওই স্থানে গোসল করতে নেমে নদীর স্রোতের টানে নিখোঁজ হয়েছিল। এরপর তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয়রা তার লাশ নদীর পানিতে ভাসতে দেখে টেনে ডাঙ্গায় তোলে।


আরো সংবাদ



premium cement