ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে সড়কে ২ বন্ধু নিহত
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ৩১ অক্টোবর ২০২৪, ২৩:০৭
গাজীপুরের কালীগঞ্জে ফুটবল খেলা দেখতে যাওয়ার সময় কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দু’ বন্ধু নিহত হয়েছেন। এ সময় আরেক বন্ধু মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে জয়দেবপুর-ইটাখোলা সড়কের আজমতপুর চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের মারতা গ্রামের সিরাজ উদ্দিন আকন্দের ছেলে মোস্তাফিজুর রহমান (২০) এবং রফিকুল ইসলামের ছেলে আকন্দ নাহিদুল (২০)। আহত হয়েছেন একই এলাকার ছানাউল্লাহ খন্দকারের ছেলে মোটরসাইকেল চালক নিলয় খন্দকার (২১)।
এসআই মিলন মিয়া বলেন, ‘বিকেলে নিলয়, মোস্তাফিজ ও নাহিদুল একটি মোটরসাইকেলে ফুটবল খেলা দেখার জন্য কালীগঞ্জের জামালপুরে যাচ্ছিলেন। জয়দেবপুর-ইটাখোলা সড়কের আজমতপুর চৌরাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গাজীপুরগামী কাভার্ডভ্যানের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোস্তাফিজুর নিহত হন। গুরুতর আহত নিলয় ও নাহিদুলকে ঢাকা নেয়ার পথে নাহিদুল ইন্তেকাল করেন।’
তিনি বলেন, ‘পুলিশ কাভার্ডভ্যান আটক করলেও দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।’