১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

সাটুরিয়ায় বরাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি মান্নান বহিষ্কার

- ছবি : নয়া দিগন্ত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক কর্মকাণ্ড ও দলের ভাবমূর্তি বিনষ্টের মতো সুনির্দিষ্ট অভিযোগে জড়িত থাকায় সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি মো: মান্নান উদ্দিন মল্লিককে বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়বাদী যুবদলে শাখা সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আমীর হামজা স্বাক্ষরিত বহিষ্কার আদেশে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার আদেশে বলা হয়, ‘দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ, দলীয় সহকর্মীকে শারীরিকভাবে নির্যাতন, মারপিট এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক কর্মকাণ্ড ও দলের ভাবমূর্তি বিনষ্টের মতো সুনির্দিষ্ট অভিযোগে জড়িত রয়েছেন তিনি। যা গঠনতন্ত্র পরিপন্থী ও সংগঠনবিরোধী শাস্তিযোগ্য অপরাধ।’

জানতে চাইলে মানিকগঞ্জ জেলা যুবদলের সভাপতি কাজী মোস্তাক হোসেন টিপু ঘটনার সত্যতা নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, ‘দলীয় নেতাকর্মীদের ওপর অসৌজন্যমূলক আচরণ করার কারণেই থানার নেতারা তার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছেন।’

 


আরো সংবাদ



premium cement