১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্কুলশিক্ষার্থী নিহত

- ছবি : নয়া দিগন্ত

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা ব্রীজ এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মিথিলা দাশ (১২) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় এ শিক্ষার্থীর বাবা ও মা গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিথিলা মানিকগঞ্জের শিবালয় উপজেলার নালী গ্রামের লিটন দাসের মেয়ে ও সাভার ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, সাভারের বাসা থেকে মোটরসাইকেল যোগে স্ত্রী ও মেয়েকে নিয়ে মানিকগঞ্জের গ্রামের বাড়ি যাচ্ছিলেন লিটন দাস। তরা ব্রীজ এলাকায় একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মিথিলার মৃত্যু হয়।

স্থানীয়রা লিটন দাস ও তার স্ত্রীকে উদ্ধার করে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইব্রাহিম বলেন, ‘এ ঘটনায় ট্রাক জব্দ করা হলেও চালক ও তার সহযোগী পালিয়ে যান। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


আরো সংবাদ



premium cement