১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

আমরা জামায়াতের সাথে মহা ঐক্য চাই : এহসানুল হুদা

আমরা জামায়াতের সাথে মহা ঐক্য চাই : এহসানুল হুদা - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেছেন, ‘আমরা জামায়াতের সাথে শুধু ঐক্য না, মহা ঐক্য চাই। জামায়াতে ইসলামী বাংলাদেশের অন্যতম বড় দল, আমাদের মিত্র দল। তারা নির্যাতিত দল। জুলাই আগস্ট আন্দোলনে তাদের অনেক অবদান রয়েছে। তাদের ছাত্র সংগঠনের অবদান রয়েছে। শুধু জুলাই আগস্টেরর আন্দোলন নয়, বিগত ১৭ বছর ধরে তারা আন্দোলনের মাঠে ছিল। তারা আমাদের বন্ধু।’

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুরে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এহসানুল হুদা বলেন, ‘আগামী নির্বাচনে যদি জামায়াত আলাদা নির্বাচন করতে চায়, সেটা তারা করবে। সেটাও তাদের গণতান্ত্রিক অধিকার। যারা ফ্যাসিজমের বিরুদ্ধে ছিল তারা সবাই আমাদের বন্ধু। তবে আমরা একে অপরের সহযোগী। আমাদের মধ্যে বিরোধ নেই।’

তিনি বলেন, ‘আজকে আমরা নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখছি। এই দেশটাকে একটা ধ্বংস স্তূপে পরিণত করা হয়েছিল। তাই বর্তমান সরকারের অনেকগুলো দায়িত্ব রয়েছে। অনেকেই অস্থির হয়ে যাচ্ছেন, কিন্তু আমি হচ্ছি না। আমি মনে করি তারা সঠিক কক্ষ পথে আছেন। বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কিছু মৌলিক সংস্কার প্রয়োজন। আশা করি মৌলিক সংস্কার শেষে সঠিক সময়েই নির্বাচন দেবে বর্তমান সরকার।’

জাতীয় দলের চেয়ারম্যান বলেন, ‘শেখ হাসিনা সরকারের পতনের প্রায় তিন মাস হয়েছে। পতিত সরকারের দোসররা এখনো সব ক্ষেত্রে ষড়যন্ত্রের জাল বুনছে। দেশ এখনো স্থিতিশীল নয়। প্রশাসনের ওপরে যারা রয়েছে তাদের মধ্যে ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো রয়েছে। এই পথচলা এতো সহজ না। এইটা ভাঙতে গেলে আমাদের ইস্পাতের মতো কঠিন হতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ বাংলাদেশ থেকে ফ্যাসিজম ও ফ্যাসিস্ট শাসকদের চিরতরে নির্মূল করে দেয়া। সে যে দলেরই হোক না কেন।’

উল্লেখ্য, কিশোরগঞ্জের বাজিতপুর জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার নির্বাচনী এলাকা। কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) তার সংসদীয় আসন। এ আসনে সৈয়দ হুদাকে জনসংযোগে সহযোগিতা করার জন্য কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতাদের ‘অতীব জরুরি’ নির্দেশনা-সংবলিত চিঠি দেয় কেন্দ্রীয় বিএনপি। ‘সৈয়দ এহসানুল হুদা ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন’ উল্লেখ করে চিঠিতে তার নির্বাচনী এলাকায় জনসংযোগসহ সাংগঠনিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় বিএনপি নেতাদের নির্দেশনা দেয়া হয়। এই নির্দেশনা তার সংসদীয় এলাকার দুই উপজেলা পৌরসভা এবং ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবহিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিতে বলা হয়। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই চিঠি দেয়া হয়। গত ২২ অক্টোবর এই চিঠি দেয়া হয়। এই চিঠিকে এ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে জাতীয় দলের আসন সমঝোতার ইঙ্গিত বলে মনে করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।


আরো সংবাদ



premium cement
মণিপুরে আসাম রাইফেলসের ক্যাম্পে উত্তেজিত জনতার হামলা সাবেক এমপি হেনরীর জমি-ফ্ল্যাটসহ ৫৮ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা রফিকুল ইসলাম খানের বাংলাদেশ-সৌদির মধ্যে ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাথে এক অবিচ্ছেদ্য যাত্রা বছরের শুরুতেই মুখোমুখি হচ্ছে বার্সা-রিয়াল ছাদ বাগান বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে লড়াইয়ে একটি কার্যকর সমাধান : উপদেষ্টা ব্যবসায়ীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে : আসিফ মাহমুদ জয়ের ধারা ধরে রাখলো সিলেট, খুলনার দ্বিতীয় হার পাঁচ দেশের দূতাবাস থেকে পাঁচ কর্মকর্তাকে প্রত্যাহার লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে আবার ইয়েমেনি হামলা, ৯ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

সকল