৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

ডুয়েটে ‘হাই ইমপ্যাক্ট রিসার্চ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ডুয়েটে ‘হাই ইমপ্যাক্ট রিসার্চ’ বিষয়ক সেমিনারে আলোচকরা - ছবি : নয়া দিগন্ত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ‘হাই ইমপ্যাক্ট রিসার্চ, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড রিসার্চ স্ট্র্যাটেজিস্’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ টেকনিক্যাল সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) যৌথ আয়োজনে এ সেমিনারে বিশেষ অতিথি ও সভাপতি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার।

সেমিনারে টেকনিক্যাল সেশনে কী-নোট স্পীকার ছিলেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ন্যানো-ম্যাটেরিয়ালস্ অ্যান্ড এনার্জি টেকনোলজি রিসার্চ সেন্টারের হেড ও ডিসটিন্গুইজ রিসার্চ প্রফেসর ড. মো: সাইদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন সেমিনারে যুক্ত হওয়ার জন্য প্রফেসর ড. মো: সাইদুর রহমানকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় তিনি বলেন, ‘আমরা শিক্ষা, গবেষণা, প্রকাশনা এবং দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশনের মাধ্যমে ডুয়েটকে একটি শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে যাবো।’

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার রিসার্চ, ফান্ডিং, স্কলারশীপসহ তত্ত্বীয় ও প্রায়োগিক গবেষণার বিষয়ে গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের দেশে-বিদেশে গবেষণাধর্মী কার্যক্রমে অংশ নেয়ার জন্য গুরুত্বারোপ করেন।

টেকনিক্যাল সেশনে কী-নোট স্পীকার প্রফেসর ড. মো: সাইদুর রহমান হাই ইমপ্যাক্ট রিসার্চ, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, রিসার্চ স্ট্র্যাটেজিস বিষয়ে আলোকপাত করেন। তিনি তার গবেষণা অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের ক্যারিয়ার, উচ্চশিক্ষা গ্রহণ, স্কলারশীপ ও গবেষণা সেক্টরে যুক্ত হতে অনুপ্রাণিত করেন।
মেকানিক্যাল বিভাগের প্রভাষক জনাব সাইফুল্লাহ মাহমুদের সঞ্চালনায় সেমিনারটিতে বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউটের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশ নেন।


আরো সংবাদ



premium cement