কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ৩
- সজীব আহমেদ ভৈরব সংবাদদাতা
- ৩১ অক্টোবর ২০২৪, ১৮:০১
কিশোরগঞ্জের ভৈরবে দু’বংশের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ আরো শতাধিক মানুষ আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সাদেক ইউনিয়নের মৌটুপি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মৌটুপি গ্রামে ৯ অক্টোবরের সংঘর্ষের ঘটনায় সরকার বাড়ি পক্ষের আহত মহরম আলী ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে মারা যান। এ ঘটনায় কর্তাবাড়ির লোকজন আতঙ্কে গ্রাম ছাড়া থাকলেও বৃহস্পতিবার সকালে পরিকল্পিতভাবে বাড়ি ফিরতে শুরু করলে কর্তাবাড়ি ও সরকার বাড়ির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সরকার বাড়ির কাইয়ুম নিহত হন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নয়জনকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠালে পথে সরকার বাড়ির লিটন মারা যান।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত তিন মাসে পাঁচজন নিহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ‘অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা