বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সিভিল সার্জনের মতবিনিময়
- দোহার, (ঢাকা) সংবাদদাতা
- ৩১ অক্টোবর ২০২৪, ১৫:৪৬
ঢাকার দোহারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জেলা সিভিল সার্জন মো: জিল্লুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ছাত্ররা দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের দুর্ভোগ কমাতে, স্বাস্থ্যসেবা নিশ্চিত ও বিভিন্ন ক্লিনিকের লোকজন কর্তৃক রোগীদের হয়রানি বন্ধসহ নানা অনিয়ম ও দুর্নীতির কথা কথা তুলে ধরেন।
এ সময় ঢাকা জেলা সিভিল সার্জন ডা: মো: জিল্লুর রহমান জানান, ‘আপনাদের সহযোগিতায় আমরা খুব অল্প সময়ের মধ্যেই হাসপাতালের সেবার মান আরো উন্নত করবো। হাসপাতাল এরিয়ার মধ্যে দালাল, হকার ও রোগীদের সেবার বিঘ্ন ঘটায় এদেরকে প্রতিহত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান তিনি।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রবিউল ইসলাম ও ছাত্রদের সমন্বয়কদের মধ্যে মো: রাসেল, মো: শহিদুল ইসলাম, বিল্লাল হোসেন, আমিনুল ইসলাম আকাশ, মো: সোহেল উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা