৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

গাজীপুরে শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে সন্ত্রাসী, চাঁদাবাজি, মার্কেট ও জমি দখল, বিভিন্ন কারখানায় ভাঙচুরের নেতৃত্ব দেয়া ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে শ্রমিক লীগের সভাপতিকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার ভোররাতে ভোগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার আব্দুস সোবহান (৫৩) মহানগরীর ভোগড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে এবং বাসন থানা শ্রমিক লীগের একাংশের সভাপতি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে মহানগরীর ভোগড়া এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় টের পেয়ে বাড়ির দোতলা থেকে লাফিয়ে নিচে পড়ে পালিয়ে যাওয়ার সময় সোবহানকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে পাঁচটি রামদা, ওয়াকিটকি, ১৪টি মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম জানান, আটক সোবহানকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, মার্কেট ও জমি দখল, বিভিন্ন কারখানায় ভাঙচুরের নেতৃত্ব দেয়া ও হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement
ক্ষমতাসীন দলের আমন্ত্রণে চীন যাচ্ছেন বিএনপির ৪ নেতা জীবননগরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালাল নারী আসামি এসিআই ফুডস অ্যান্ড কমোডিটির চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিন গাজা যুদ্ধ : ১১ নভেম্বর আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করবে সৌদি আরব জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সিভিল সার্জনের মতবিনিময় ট্রফি নিয়ে ঢাকায় পৌঁছলেন সাফজয়ী নারীরা হজ অ্যাজেন্সিস অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বহাল ‘ইসরাইলি কারাগারে আমাকে সাংবাদিক নয়, শত্রু হিসেবে গণ্য করা হয়েছে’ ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু যশোরে গৃহবধূর লাশ উদ্ধার

সকল