গাজীপুরে শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ৩১ অক্টোবর ২০২৪, ১৪:২১
গাজীপুরে সন্ত্রাসী, চাঁদাবাজি, মার্কেট ও জমি দখল, বিভিন্ন কারখানায় ভাঙচুরের নেতৃত্ব দেয়া ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে শ্রমিক লীগের সভাপতিকে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার ভোররাতে ভোগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার আব্দুস সোবহান (৫৩) মহানগরীর ভোগড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে এবং বাসন থানা শ্রমিক লীগের একাংশের সভাপতি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে মহানগরীর ভোগড়া এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় টের পেয়ে বাড়ির দোতলা থেকে লাফিয়ে নিচে পড়ে পালিয়ে যাওয়ার সময় সোবহানকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে পাঁচটি রামদা, ওয়াকিটকি, ১৪টি মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম জানান, আটক সোবহানকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, মার্কেট ও জমি দখল, বিভিন্ন কারখানায় ভাঙচুরের নেতৃত্ব দেয়া ও হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা