১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

গাজীপুরে শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে সন্ত্রাসী, চাঁদাবাজি, মার্কেট ও জমি দখল, বিভিন্ন কারখানায় ভাঙচুরের নেতৃত্ব দেয়া ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে শ্রমিক লীগের সভাপতিকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার ভোররাতে ভোগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার আব্দুস সোবহান (৫৩) মহানগরীর ভোগড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে এবং বাসন থানা শ্রমিক লীগের একাংশের সভাপতি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে মহানগরীর ভোগড়া এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় টের পেয়ে বাড়ির দোতলা থেকে লাফিয়ে নিচে পড়ে পালিয়ে যাওয়ার সময় সোবহানকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে পাঁচটি রামদা, ওয়াকিটকি, ১৪টি মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম জানান, আটক সোবহানকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, মার্কেট ও জমি দখল, বিভিন্ন কারখানায় ভাঙচুরের নেতৃত্ব দেয়া ও হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদির মধ্যে ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাথে এক অবিচ্ছেদ্য যাত্রা বছরের শুরুতেই মুখোমুখি হচ্ছে বার্সা-রিয়াল ছাদ বাগান বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে লড়াইয়ে একটি কার্যকর সমাধান : উপদেষ্টা ব্যবসায়ীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে : আসিফ মাহমুদ জয়ের ধারা ধরে রাখলো সিলেট, খুলনার দ্বিতীয় হার পাঁচ দেশের দূতাবাস থেকে পাঁচ কর্মকর্তাকে প্রত্যাহার লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে আবার ইয়েমেনি হামলা, ৯ ঘণ্টাব্যাপী সংঘর্ষ সিরাজগঞ্জে সাবেক এমপি হেনরীর সম্পত্তি ক্রোকের নির্দেশ জাতীয় প্রেস ক্লাব প্রবীণ সদস্য আমিনুল ইসলাম বেদু আর নেই অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না : আমীর খসরু

সকল