৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

সাভারে ঢাকা জেলা আ’লীগ নেতা গ্রেফতার

- ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার অন্যতম আসামি ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক ও সাভার থানার সাবেক যুবলীগ সভাপতি সেলিম মণ্ডলকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

বৃহস্পতিবার ভোরে সাভার মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। এর আগে, বুধবার রাতে র‌্যাব-৪ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে ঢাকা মিরপুর থেকে গ্রেফতার করে।

সাভার মডেল থানার উিউটি অফিসার, উপ-পরিদর্শক (এসআই) মো: বাদল নয়া দিগন্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিম মণ্ডল সাভারের বিরুলিয়া ইউনিয়নের আকরান এলাকার ইব্রাহিমের ছেলে।

সেলিম মণ্ডল ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) সাবেক এমপি ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমানের অন্যতম সহযোগী বলে জানা গেছে।

জানা গেছে, ২০১৮ সালে মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকায় তার স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে এর আগেও পুলিশ তাকে গ্রেফতার করেছিল।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা ঘটনায় থানায় আটটি মামলা রয়েছে।


আরো সংবাদ



premium cement