৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

গ্যাস লিকেজ থেকে আগুন : সন্তানদের পর দগ্ধ বাবার মৃত্যু

- ছবি - ইন্টারনেট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো: বাবুল মিয়া (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান তিনি।

এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। এর আগে তার দুই ছেলে ও এক মেয়ের মৃত্যু হয়।

গত শুক্রবার রাতে দগ্ধ হয়ে হাসপাতালটিতে একই পরিবারের ছয়জন ভর্তি হন।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মিয়া মারা গেছেন। এর আগে তার দুই ছেলে ও এক মেয়ের মৃত্যু হয়।

বাবুলের শরীরে ৬৬ শতাংশ দগ্ধ ছিল। এই ঘটনায় তার স্ত্রী শেলি ৩০ শতাংশ ও মেয়ে মুন্নি ২০ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।


আরো সংবাদ



premium cement