১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

সিংগাইরে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

মানিকগঞ্জের সিংগাইরে পৃথক স্থান থেকে দু’জনের লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের শান্তিপুর তদন্ত কেন্দ্রের পশ্চিম পাশের ধান ক্ষেত থেকে আবু বক্করের লাশ উদ্ধার করা হয়।

এদিকে বুধবার বিকেলে স্থানীয়রা পাশের নদীর পাড়ে কচুরিপানার ভেতর উজ্জ্বলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

আবু বক্কর ঢাকার নবাবগঞ্জ থানার কৌলাইল ইউনিয়নের মাসাইল গ্রামের আলম মোল্লার ছেলে এবং নিহত উজ্জ্বল ওই ইউনিয়নের উত্তর কাংশা গ্রামের মো: লোকমান মোল্লার ছেলে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবু বক্কর গত ২৬ অক্টোবর সকালে নতুন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। ওই দিন বিকেলে পাড়াগ্রাম এলাকা থেকে মায়ের সাথে ফোনে তার শেষ কথা হয়। এরপর থেকে নিখোঁজ হন তিনি। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে নবাবগঞ্জ থানায় জিডি করেন নিখোঁজের পরিবার। এর মধ্যে হঠাৎ শান্তিপুর তদন্ত কেন্দ্রের পশ্চিম পাশের চকে ধান ক্ষেতে লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

অপরদিকে, বিকেল ৪টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ধলেশ্বরী নদীর ওপর নির্মিত কাংশা সেতুর পশ্চিম পাশ থেকে প্রবাসী উজ্জ্বল (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ‘প্রবাস ফেরত উজ্জ্বলকে গত ১২ অক্টোবর দিবাগত রাতে বাড়ি থেকে কে বা কারা ফোনে ডেকে নেয়। তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি।’

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাথে এক অবিচ্ছেদ্য যাত্রা বছরের শুরুতেই মুখোমুখি হচ্ছে বার্সা-রিয়াল ছাদ বাগান বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে লড়াইয়ে একটি কার্যকর সমাধান : উপদেষ্টা ব্যবসায়ীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে : আসিফ মাহমুদ জয়ের ধারা ধরে রাখলো সিলেট, খুলনার দ্বিতীয় হার পাঁচ দেশের দূতাবাস থেকে পাঁচ কর্মকর্তাকে প্রত্যাহার লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে আবার ইয়েমেনি হামলা, ৯ ঘণ্টাব্যাপী সংঘর্ষ সিরাজগঞ্জে সাবেক এমপি হেনরীর সম্পত্তি ক্রোকের নির্দেশ জাতীয় প্রেস ক্লাব প্রবীণ সদস্য আমিনুল ইসলাম বেদু আর নেই অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না : আমীর খসরু ইয়েমেনি হামলার আশঙ্কায় উচ্চ মাত্রার সতর্ক অবস্থায় ইসরাইল

সকল