দীর্ঘ ৮ বছর পর নিজ এলাকা করিমগঞ্জে সংবর্ধনায় ড. ওসমান ফারুক
- মো: আল আমিন, কিশোরগঞ্জ
- ৩০ অক্টোবর ২০২৪, ১৮:৫৭
দীর্ঘ আট বছর সাত মাস পর নিজের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক। তিনি বাড়ি ফিরে আসায় বিএনপির নেতাকর্মীরা বিপুল সংবর্ধনায় দিয়েছে।
এ উপলক্ষে বুধবার (৩০ অক্টোবর) দুপুরে করিমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনার আয়োজন করে করিমগঞ্জ উপজেলা বিএনপি। সেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীরা যোগ দেয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ড. এম ওসমান ফারুক বলেন, ‘কোনো চুরি করিনি, ডাকাতি করিনি, দুর্নীতি করিনি। কেবল রাজনীতি করার কারণে আমাকে হয়রানি করা হয়েছে। আমার নামে মিথ্যা অভিযোগ করে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে অন্যায়ভাবে কষ্ট দেয়া হয়েছে। তবে দীর্ঘ আট বছর সাত মাস পর দেশে ফিরেছি। আমার এলাকার মানুষ আমি দেখতে পাচ্ছি। নিজের ইচ্ছার বিরুদ্ধে আমাকে দেশে আসতে দেয়া হয়নি। মিথ্যা অভিযোগে আমি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলাম। কারো দয়ায় নয়, স্বাধীন মানুষ হিসেবে নিজের অধিকার বলে ফিরে এসেছি। দেশের জন্য কাজ করব, আপনাদের সেবা করে যাব।’
তিনি বলেন, ‘রাজনীতি করা আমার জন্মগত অধিকার। কিন্তু এ কারণে আমি সরকারি অবিচারের শিকার হতে পারি না। বিগত সরকার যারা নিজেদের গণতান্ত্রিক সরকার বলে দাবি করে, তাদের অন্য কি উদাহরণ আছে আমি জানি না, আমি নিজে উদাহরণ, আমি কোনো অন্যায় করিনি, শুধু রাজনীতি করার অপরাধে আমাকে অপরাধ ট্রাইব্যুনালে মামলা করে হত্যা করার চিন্তা করা হয়েছিল।’
ওসমান ফারুক বলেন, ‘আমার রাজনীতির মূলমন্ত্র হলো, জনস্বার্থে নতুন ধরণের রাজনীতি হতে হবে। যেখানে রাজনীতির কারণে কেউ হয়রানি বা অন্যায়ের শিকার হবে না, সেই ধরণের রাজনীতি চর্চা হবে বাংলাদেশে।’
বিএনপিকে একটি মানবতাবাদী ও কল্যাণধর্মী রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সবাইকে দলের এ আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে।’
উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলালের সভাপতিত্বে সংবর্ধনা সভায় তিনি আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, ‘রাজনীতি করেন করতে থাকেন। কিন্তু রাজনীতি করতে হবে স্বচ্ছতার সাথে। স্বচ্ছতার সাথে রাজনীতি করলে ক্ষমতায় যে-ই থাকুক না কেন, সম্মান পাবেন। এই স্বচ্ছতা না থাকলে এই সম্মানটুকু আর পাওয়া যায় না।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি লন্ডন থাকলেও দেশ ও দলের জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন। নেতাকর্মীদের উৎসাহ দিচ্ছেন। তাদের সাথে যোগাযোগ রাখছেন। কিন্তু আমরা চাই তাকে দ্রুত দেশে ফেরার অধিকার দেয়া হোক। কারণ দেশের যেকোনো নগরিকের দেশে ফেরার অধিকার রয়েছে। তারেক রহমান সেই অধিকার সংরক্ষণ করেন।’
সংবর্ধানায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, জালাল মোহাম্মদ গাউস, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম সুমন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলাল শিকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোশাররফ হোসেন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ ড. এম ওসমান ফারুকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগের পরিকল্পনা জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর বাসভবনে হয়েছিল উল্লেখ করে চুন্নু এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সাবেক সমন্বয়ক এম সানাউল হকের বিচার দাবি করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা