আইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ৩০ অক্টোবর ২০২৪, ১৭:৩৫
আড়াইহাজারে পানিতে ডুবে রাইয়ান নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার আড়াইহাজার পৌরসভার বাড়ৈপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাইয়ান ওই এলাকার মো: আশরাফুল ইসলাম রাকিবের ছেলে।
জানা গেছে, ঘটনার দিন সকালে শিশুটির মা ও পরিবারের লোকজন বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবসত হাঁটতে হাঁটতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন ছুটে গিয়ে খোঁজাখুঁজির পর বাড়ির অন্য লোকজনের সহযোগিতায় পুকুর থেকে তুলে আনে তাকে। পরে রাইয়ানকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা