নারায়ণগঞ্জে অটোরিকশার চাপায় শিশু নিহত
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ৩০ অক্টোবর ২০২৪, ১৩:৩৮
নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিগ্রির চর বাজার এলাকায় অটোরিকশার চাপায় মোস্তাকিম (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় শিশু মোস্তাকিমকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোস্তাকিম ডিগ্রির চর এলাকার নাজমুল ইসলামের ছেলে এবং মাদরাসার শিক্ষার্থী।
নিহতের মা সোনিয়া বলেন, ‘সকালে মাদরাসায় যাওয়ার পথে ডিগ্রির চর বাজারে রাস্তা পার হওয়া সময় একটি অটোরিকশা বেপরোয়া গতিতে এসে মোস্তাকিমকে ধাক্কা দেয়। এতে মোস্তাকিম গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত ঢাকায় নিয়ে আসার পর ডাক্তার জানায় যে মোস্তাকিম বেঁচে নেই।’
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ পরিদর্শক ফারুক জরুরি বিভাগের ডাক্তারের উদ্ধৃতি দিয়ে জানান, শিশুটির মৃত্যু হয়েছে। লাশ মর্গে রাখা আছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশকে জানানো হয়েছে। সদর থানা পুলিশের মতামতের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা