৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬
`

গোয়ালন্দে সড়কের মোড়ে মোড়ে ইলিশ বিক্রির হিড়িক

- ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ও পৌরসভার অলিগলি, ছোট ছোট বাজার ও গ্রামীণ সড়কের মোড়ে মোড়ে হাঁকডাক করে বিক্রি করা হচ্ছে নিষিদ্ধকালীন সময়ে পদ্মা নদী থেকে ধরা মা ইলিশ। এছাড়া মোবাইলে যোগাযোগ করেও চলছে ইলিশ কেনা-বেচা।

প্রতিদিন ভোররাত থেকে সকাল ৭টা ও সন্ধ্যার পর থেকে রাত ৮ পর্যন্ত ভ্যান, রিকশা, অটোরিকশা করে পদ্মা নদীর বিভিন্ন অঞ্চল থেকে ইলিশ এনে খুচরা ও পাইকারি দামে বিক্রি করা হয়। ছোট বড় মাঝারি সাইজের মা ইলিশ বিভিন্ন দামে কেজি দরে বিক্রি করা হয়ে থাকে। প্রতিটি ইলিশের পেট ভর্তি ডিম পরিলক্ষিত হয়।

নদীতে শতশত জেলে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে রাত দিন একইভাবে এসব ইলিশ শিকার করে চলেছে। তবে নৌ-পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ওইসব জেলেদের কাছ থেকে নৌকা প্রতি টাকা নেয়া হয়।

জেলেরা প্রশাসনের লোকজনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নদীতে শিকার করা ইলিশ পদ্মার পাড়ে পাইকারি দরে বিক্রি করে চলেছে।

দৌলতদিয়া ঘাটের কয়েক কিলোমিটার পূর্বে পদ্মা পাড়ের দুর্গম চড়ে জেলেদের ইলিশ বেচা-কেনার অভয়কেন্দ্র হিসেবে পরিচিত কলাবাগান নামক আড়ৎ রয়েছে। ওই আড়তে সব সময় শতশত কেজি ইলিশ অবাদে বিক্রি হয়। এখান থেকে পাইকারি দরে কিনে বিভিন্ন স্থানে অলিগলি ও মোড়ে মোড়ে বিক্রি করা হচ্ছে।

সরেজমিনে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাটাখালি বাজার, বরাট বাজার, ওম্বলপুর, চৌধুরীপাড়া, হাউলিকেউটিল, কেউটিল, মৌলভীবাজার স্বরূপারচক বাজার, পৌরসভার বাহির ডাঙ্গা, নগর রায়েরপাড়া, ওলিমদ্দিনপাড়া, উজানচর এলাকার বালিয়াডাঙ্গা, মাখন রায়েরপাড়া, দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা, মুন্সি বাজার বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কের মোড়ে মোড়ে হাঁকডাক করে উৎসবের আমেজে রিকশা, অটোরিকশায় করে ইলিশ বিক্রি করতে দেখা যায়।

মঙ্গলবার সন্ধ্যার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ইনচার্জ রাকিবুল ইসলাম যৌথভাবে ছোটভাকলা ইউনিয়নের মৌলভীবাজার, স্বরুপারচক বাজার ও বুধবার সকালে দৌলতদিয়া হামেদ মৃধার হাটে অভিযান চালিয়ে কয়েকজন জেলেকে ইলিশ বিক্রির অবস্থায় আটক করেন। এ সময় তাদের কাছে থাকা ইলিশ জব্দ ও নগদ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘মা রক্ষা অভিযানে সেনাবাহিনী সদস্য ও থানা পুলিশের সহায়তায় নদীতে অভিযান অব্যহত আছে। এছাড়া গ্রামের হাট বাজার ও সড়কে ইলিশ বিক্রির সময় কয়েক জেলে আটক করে ইলিশ জব্দ ও নগদ অর্থ জরিমানা আদায় করা হয়েছে।’

উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement