১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

- ছবি : নয়া দিগন্ত

কোটালীপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা হেডকোয়ার্টারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানীর ওপর হামলার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করে।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া ও সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য-সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব মাসুদ তালুকদার, শ্রমিক দল নেতা হাইউল নিজামীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী গত ১৩ সেপ্টেম্বর ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় তার নিজ বাড়িতে যাওয়ার সময়, গোপালগঞ্জের ঘোনাপাড়া নামক স্থানে আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হন। হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত ও অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’


আরো সংবাদ



premium cement
এইচএমপি নিয়ে সতর্কতা জারি, ৭ নির্দেশনা কালিয়াকৈরে স্কুলশিক্ষককে পেটানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা গ্রিনল্যান্ড নিতে চান ট্রাম্প, যে চার উপায়ে এর সমাপ্তি হতে পারে কল্যাণরাষ্ট্র তৈরি হলে সকল শ্রেণি-পেশার মানুষের উন্নতি হবে : অ্যাডভোকেট হেলাল বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে বিএসএফের কর্মকাণ্ডে বাংলাদেশ উদ্বিগ্ন : প্রণয় ভার্মাকে পররাষ্ট্র সচিব হাফেজ আবির বাচঁতে চায় গজারিয়ায় গৃহবধূ মাহমুদা হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক লিটন-তামিমের ব্যাটে রেকর্ডের বন্যা

সকল