কালীগঞ্জে ঘুমের ঘোরে চালানোর সময় পিকআপের ধাক্কা, চালক নিহত
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ২৯ অক্টোবর ২০২৪, ১৮:৪৩
গাজীপুরে ঘুমের ঘোরে চালানোর সময় বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে এক পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) কালীগঞ্জ থানার নলসাটা এলাকায় টঙ্গী-কালীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মুক্তাদির (৩২)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার চইলা রামপুর এলাকার হাছেন আলীর ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলাউদ্দিন জানান, মঙ্গলবার ভোররাতে হবিগঞ্জ থেকে পিকআপে ডাব বোঝাই করে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন চালক মুক্তাদির। পথে কালীগঞ্জ থানার নলছাটা এলাকা অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় পিকআপটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান চালক মুক্তাদির। এ ঘটনায় পিকআপটি খুঁটির সাথে আটকে ও দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় সকাল ৬টার দিকে নিহত চালকের লাশ উদ্ধার করেছে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে ঘুমের ঘোরে চালানোর সময় পিকআপের চালক নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে।