নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলায় আহত ৫, আটক ১
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ২৯ অক্টোবর ২০২৪, ১৭:৪০, আপডেট: ২৯ অক্টোবর ২০২৪, ১৮:৪৯
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলা করেছে দুর্বৃত্তরা। এতে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টারসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় রনি নামে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন জানান, দুপুর ১টার দিকে ২০ থেকে ২৫ জনের একদল দুর্বৃত্ত ক্লাবের পাঁচতলায় উঠে হামলা ও ভাঙচুর করে। এ সময় ক্লাবে অবস্থানরত সাংবাদিকরা তাদের বাধা দিলে তাদেরও ওপর হামলা করে। এ সময় সাংবাদিক ইউনিয়ন নারায়ণঞ্জ শাখার সভাপতি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদসহ অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় মাসুদ রানা রনি নামে একজনকে আটক করা হয়েছে।
হামলায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু জানান, প্রেসক্লাবের পক্ষ থেকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ, ফতুল্লা প্রেসক্লাব, বন্দর প্রেসক্লাব, সোনারগাঁও প্রেসক্লাব, আড়াইহাজার থানা প্রেসক্লাব, রূপগঞ্জ প্রেসক্লাব, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।