কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
- গাজীপুর প্রতিনিধি
- ২৯ অক্টোবর ২০২৪, ১৭:২৮
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় রতন দাস (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে কালীগঞ্জের বালীগাঁও এলাকায় টঙ্গী-ভৈরব রেল-রুটে এ দুর্ঘটনা ঘটে।
রতন দাস স্থানীয় পূর্ব বালীগাঁও এলাকার পরলোকগত মনিন্দ্র দাসের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লাগোয়া এলাকায় ‘মিতা স্টুডিও’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।
জিআরপির নরসিংদী ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো: শহীদুল্লাহ জানান, সকালে টঙ্গী-ভৈরব রুটের রেললাইন দিয়ে হাঁটছিলেন রতন দাস। অসাবধানতার কারণে বালীগাঁও এলাকার নাভান প্লাস্টিক কারখানার পাশে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।