১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

হাসিনার তৈরী আদালতেই তার বিচার করা হবে : ড. খায়রুল আনাম

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নীলফামারী জেলার নায়েবে আমির ড. হাফেজ খায়রুল আনাম বলেছেন, ‘পল্টন ট্রাজেডি তথা ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত নারকীয় লগি-বৈঠার তাণ্ডবে নিহত ছয় শহীদসহ ২০২৪-এর ছাত্র-জনতার বিপ্লবের ঘটনায় দেড় সহস্রাধিক শহীদের হত্যার দায়ে হাসিনার তৈরী করা আদালতেই তার বিচার করা হবে।’

তিনি বলেন, ‘শুধু দেশের নয়, বিশ্বের ইতিহাসের সবচেয়ে ফ্যাসিস্ট হিসেবে হত্যা-গুম, অর্থ পাচার ও লুট, দুর্নীতিসহ বিভিন্ন অপরাধের দায়ে তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে একাধিক মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়েছে। জাতিসঙ্ঘের পক্ষ থেকে এ ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’

সোমবার রাতে নীলফামারীর সৈয়দপুরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আয়োজিত বিশাল সমাবেশ ও আলোকচিত্র প্রদর্শণী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সৈয়দপুর উপজেলা আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সেক্রেটারি মাজহারুল ইসলাম, সাবেক আমির মাওলানা লুৎফর রহমান, সাবেক আমির মাস্টার গোলাম মোস্তফা, নীলফামারী পৌর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী।

ড. খায়রুল আনাম বলেন, ‘দল হিসেবে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন রুপে দেশ-বিদেশে গণমানুষের কাছে পরিগণিত হয়েছে। বাংলার জমিনে আর কোনো দিন আওয়ামী লীগের স্থান হবে না। সর্বস্তরের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছেন। তাই এই সংগঠনটিকেসহ তার অঙ্গ-সহযোগী সকল সংগঠন এবং তাদের দোসর অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও নিষিদ্ধ করতে হবে। তা না হলে ২৪-এর গণঅভ্যুত্থান তথা নতুন স্বাধীনতার সুফল দেশের জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া সম্ভব হবে না।’

এ ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

জামায়াতের নীলফামারী শূরা সদস্য ও সৈয়দপুর শহর আমির শরফুদ্দিন খানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলীর সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ সৈয়দপুরের বিশ্ববিদ্যালয় ছাত্র সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর হোসেন।

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নীলফামারী সদর উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম লালনসহ সৈয়দপুর উপজেলা শিবির সভাপতি নাসিব হাসান নুর ও শহর সভাপতি সাদিক আব্দুল্লাহ শিমুল, সাবেক সভাপতি ও কামারপুকুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলালসহ সৈয়দপুর উপজেলা ও শহর জামায়াতের কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারীরা।

উল্লেখ্য, সৈয়দপুর সাংস্কৃতিক সংসদ (সৈসাস)-এর শিল্পীরা সম্মিলিত ইসলামী সঙ্গীত পরিবেশন করে। সমাবেশে পাঁচ সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।


আরো সংবাদ



premium cement