১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

২৮ অক্টোবরের হত্যাকাণ্ড দিয়ে রাজনীতির পটপরিবর্তন হয়ে যায় : রফিকুল ইসলাম

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান - ছবি : নয়া দিগন্ত

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির পটপরিবর্তন হয়ে যায় বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, শেখ হাসিনাসহ বিদেশ যারা পালিয়ে গেছেন তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে নৃশংস হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ যাদের নামে চার্জশিট দেয়া হয়েছিল সেই মামলা পুনরুজ্জীবিত করে ট্রাইবুনালের মাধ্যমে বিচারের ব্যবস্থা করতে অন্তবর্তী সরকারের কাছে আহ্বান জানান তিনি।

আজ সোমবার গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে নগরের চৌরাস্তা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংসতায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, ‘মঈনউদ্দিন ফখরুদ্দিনের পাতানো ও ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়। ভারতের সাথে সম্মিলিত ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর ৫৭ জন দেশপ্রেমিক সেনা সদস্যকে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসি দেয়া হয়।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে গেছেন। বাংলার মাটিতে তার ফিরে আসার সুযোগ নেই। শেখ হাসিনাসহ তাদের দোসরদের বিচার হওয়ার আগে তাদের রাজনীতি করার অধিকার জনগণ দিবেন না। প্রশাসনের কোথাও ফ্যসিবাদের দোসরদের জায়গা হবে না। এখনো ফ্যসিবাদের দোসরদের প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। ফ্যাসিবাদের দোসরদের আশ্রয়-প্রশ্রয় কোনোমতেই ভালোভাবে গ্রহণ করবেন না এদেশের জনগণ।’

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মো: খায়রুল হাসান, গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মো: হোসেন আলী ও মো: আফজাল হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও গাজীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সালাহ উদ্দিন আইউবী, গাজীপুরে ২৮ অক্টোবরের প্রথম শহীদ শ্রমিক নেতা রুহুল আমীনে ছেলে মো: আসাদুল্লাহ রাজু, ছাত্রশিবির গাজীপুর জেলার সভাপতি আবু হানিফ, তামিরুল মিল্লাত মাদরাসার ভিপি আব্দুল্লাহ মিনহাজ প্রমুখ।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ২৮ অক্টোবরে শহীদ শাকিল পারভেজের বাবা মো: বেলায়েত হোসেন। পরে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।


আরো সংবাদ



premium cement
শুল্ক হার বাড়ায় মিনিমাম প্রভাব পড়বে জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান সীমান্ত সম্ভারে ৮ মিনিটে দিন-দুপুরে ১৫৯ ভরি স্বর্ণ চুরি সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব : নজরুল ইসলাম খান পিলখানা হত্যাকাণ্ডের বিচারকাজ কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে চলবে আমানতকারীদের স্বার্থে পর্ষদ সভায় ভূমিকা রাখছেন না স্বতন্ত্র পরিচালকরা এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত সুস্থ আছেন রুগ্ণ প্রতিষ্ঠান গুটিয়ে নেয়ার এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা নিউজিল্যান্ড ও আফগানিস্তান দল ঘোষণা পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত তেল মারা বন্ধ করেন : সরকারি কর্মচারীদের স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল