২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬
`

বোয়ালমারীতে ভাতিজার হাতুড়ির আঘাতে চাচি নিহত

- ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের বোয়ালমারীতে ভাতিজার হাতুড়ির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম আল্লাদী (৫৫) নামে এক গৃহবধূ নিহতের ঘটনা ঘটেছে। হাতুড়ি দিয়ে আঘাত করা মানসিক প্রতিবন্ধী যুবক নিহত আল্লাদী বেগমের দেবরের ছেলে ও গৃহবধূ উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামের মরহুম নইমুদ্দিন ব্যাপারীর স্ত্রী।

আজ সোমবার (২৮ অক্টোবর) সকালে এ ঘটনায় নিহতের ছেলে নান্নু ব্যাপারী থানায় মামলা করেছেন। এর আগে গতকাল রোববার রাতে আসামি মহিদুল ব্যাপারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আসামি মহিদুল ইসলাম ব্যাপারী একই গ্রামের রোকন ব্যাপারীর ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, ‘গত শনিবার সন্ধ্যায় নিহত আনোয়ারা বেগম আল্লাদী ছাগল উঠাতে গেলে দেবরের ছেলে মহিদুল হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে। এ সময় আহত গৃহবধূকে পরিবারের লোকজন উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

সেখানে আল্লাদীর অবস্থা অবনতি হলে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। হাতুড়ির আঘাতে মাথার খুলির হাড় ভেঙে যাওয়ার কারণে ঢাকা শ্যামলী হাসপাতালে ঘটনার রোববার সকালের দিকে ওই গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় আজ সোমবার সকালে নিহতের ছেলে নান্নু ব্যাপারী থানায় মামলা করেছেন। মামলায় আসামি মহিদুল ব্যাপারীকে পুলিশ গ্রেফতার করে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।’

মামলার বাদী নিহতের বড় ছেলে নান্নু ব্যাপারী বলেন, ‘আমার মাকে চাচাত ভাই মহিদুল হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। তবে কী কারণে আঘাত করেছিল, সেটা আমরা কেউ জানি না। আঘাতের কারণে মাথার খুলির হাড় ভেঙে যাওয়ার এক দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শ্যামলী হাসপাতালে মা মারা যায়। আমার চাচাত ভাই মাদক সেবন করে মানসিক প্রতিবন্ধী হয়ে গিয়েছে।’

মহিদুলের মা মর্জিনা বেগম বলেন, ‘আমার ছেলে আমার ওপর রেগে মারধর শুরু করে। এ সময় আমার জা (আনোয়ারা বেগম আল্লাদী) ঠেকাতে এলে তার মাথায় আঘাত লাগে। তবে আমার ছেলে সুস্থ না, পাগল। অনেক আগে সে পাগল হয়ে যায়। এর আগে তাকে কোনো দিন এমনটি করতে দেখা যায়নি।’


আরো সংবাদ



premium cement
এবার প্রকাশ্যে এলেন ইবি ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি জামায়াতের সাথে আইআরআই’র প্রতিনিধি দলের সাক্ষাৎ আগামী বছর বেসরকারি স্কুলে লটারিতে ভর্তি, মানতে হবে নীতিমালা মঙ্গলবার ঢাকা আসছেন জাতিসঙ্ঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক ২৮ অক্টোবরের হত্যাকাণ্ড দিয়ে রাজনীতির পটপরিবর্তন হয়ে যায় : রফিকুল ইসলাম ৩২ উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নেই বিশেষ অভিযান জোরদার করার নির্দেশ আইজিপির অভিযান আতঙ্কে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল জেলের ফ্যাসিজম বিদায় নিয়েছে, এখন মানবিক বাংলাদেশ গড়ার সময় : জুবায়ের সেনাবাহিনীর অভিযানে মোহাম্মদপুরে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসীসহ ২২ জন গ্রেফতার পতিত সরকারের রাষ্ট্রপতির গুরুত্ব

সকল