সখীপুরে নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা বিশিষ্টজনের
- সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
- ২৭ অক্টোবর ২০২৪, ১৯:৩৩
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সখীপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শুভেচ্ছা জানিয়েছেন।
রোববার (২৭ অক্টোবর) নয়া দিগন্তের সখীপুর উপজেলা সংবাদদাতার কাছে মুঠোফোনে শুভেচ্ছা জানিয়ে সংবাদ মাধ্যমটির সফলতা কামনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আল-আমীন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সাবেক সহ-সভাপতি ও সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবীব, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা আবদুল লতীফ, সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসেন মোহাম্মদ পাটোয়ারী, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ প্রমুখ।
তারা সবাই নয়া দিগন্তের দীর্ঘ ২০ বছরের ত্যাগ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করে গণমাধ্যমটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা