২৭ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১, ২৩ রবিউস সানি ১৪৪৬
`

শরীয়তপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

- ছবি : নয়া দিগন্ত

জামালপুরের শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) আনন্দ শোভাযাত্রা, ফ্রি-মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।

এ সময় জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ ও সিনিয়র সহ-সভাপতি মনির মাঝিসহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামন মোল্লার সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দীন কালু।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুতের নেতৃত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, জেলা যুবদলের সহ-সভাপতি মনির মাঝি, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর ও সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার প্রমুখ।


আরো সংবাদ



premium cement