গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৮
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ২৬ অক্টোবর ২০২৪, ১৯:১৮
গাজীপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আট যুবককে গ্রেফতার করেছে।
শনিবার (২৬ অক্টোবর) ভোররাতে জিএমপির সদর থানার সাহাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতাররা হলেন শেরপুর সদরের চকসাহাবদি এলাকার মোমিনুল হক (২৭), ময়মনসিংহের পাগলা থানার বিড়ই এলাকার নাজমুল হক (২৮) ও কিবরিয়া (২৪), একই জেলার গফরগাঁও থানার পোল্ট্রিপাড়া এলাকার রায়হান (২০), গাজীপুর মহানগরের সদর থানার সাহাপাড়া এলাকার শরীফুল খন্দকার (৪২) ও শাহরিয়ার হাসান মৃদুল (২৯), একই থানার হাজীপাড়া এলাকার ময়নুল হক ওরফে বাবু (৩৮) এবং গাজীপুরের কাপাসিয়া থানার ডেফোলিয়া এলাকার আবুল কালাম (৩০)।
জিএমপির সদর থানার আরিফুর রহমান জানান, যৌথ বাহিনীর সদস্যরা শনিবার ভোর রাত সোয়া ৩টার দিকে জিএমপির সদর থানার সাহাপাড়া এলাকার অপু বাড়িতে অভিযান চালিয়ে মোমিনুল, নাজমুল, শরীফুল ও শাহরিয়ার হাসান মৃদুলকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একই ভোর রাত ৪টার দিকে সায়েদ আলী চৌধুরীর নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে অপর চারজনকে আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে দুটি হাসুয়া, দুটি রাম দা’, চারটি চাপাতি, চারটি কিরিজ ও একটি চাকু এবং কয়েকটি মোবাইল ফোন ও সিম উদ্ধার করেন তারা।
তিনি আরো জানান, এ ব্যাপারে সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা