১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

কালিয়াকৈরে পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ

কালিয়াকৈরে পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ - প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীর পরকীয়ার জেরে বিয়ের চার মাসেই খুন হয়েছেন এক যুবক।

শুক্রবার (২৫ অক্টোবর) কালিয়াকৈর উপজেলার গাবতলী গ্রামের শ্বশুরবাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছেলেকে হত্যার অভিযোগ করেছেন নিহতের বাবা আমজাদ হোসেন।

নিহত জাহাঙ্গীর আলম (৩২) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সৈয়দপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

অভিযুক্ত স্ত্রী কানিজ ফাতেমা সিফা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাবতলী গ্রামের সালাহ উদ্দিনের মেয়ে। তারা একে অপরের মামাত-ফুফাত ভাই-বোন।

নিহতের বাবা আমজাদ হোসেন জানান, ‘গত চার মাস আগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাবতলী গ্রামের সালাহ উদ্দিনের মেয়ে কানিজ ফাতেমা সিফার সাথে জাহাঙ্গীর আলমের বিয়ে হয়। বিয়ের আগেই সিফার সাথে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এর জেরে প্রেমিকের হাত ধরে বাবার বাড়ি থেকে পালিয়ে যায় সিফা। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ১৫ দিন পর তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এ ঘটনার পর সিফার প্রেমিক একাধিকবার বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনা গোপন রেখে সিফাকে জাহাঙ্গীরের সাথে বিয়ে দেয় তার পরিবার। বিয়ের পর জাহাঙ্গীর তার স্ত্রীর প্রেমের বিষয়ে জেনে গেলে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। জাহাঙ্গীর তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতের খাবার খেয়ে তারা (স্বামী-স্ত্রী) ঘুমিয়ে পড়ে। ওই রাতের কোনো এক সময় জাহাঙ্গীর আলমকে শ্বাসরোধে হত্যা করে তার স্ত্রী কানিজ ফাতেমা সিফা। ছেলের মৃত্যুর খবর পেয়ে বাবা আমজাদ হোসেন ছেলের শ্বশুরবাড়িতে এসে চিৎকার করলে ছেলের শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে।

তিনি অভিযোগ করে বলেন, স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় তার ছেলে জাহাঙ্গীর আলমকে রাতে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্ত্রী কানিজ ফাতেমা সিফা।’

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


আরো সংবাদ



premium cement
শুল্ক হার বাড়ায় মিনিমাম প্রভাব পড়বে জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান সীমান্ত সম্ভারে ৮ মিনিটে দিন-দুপুরে ১৫৯ ভরি স্বর্ণ চুরি সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব : নজরুল ইসলাম খান পিলখানা হত্যাকাণ্ডের বিচারকাজ কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে চলবে আমানতকারীদের স্বার্থে পর্ষদ সভায় ভূমিকা রাখছেন না স্বতন্ত্র পরিচালকরা এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত সুস্থ আছেন রুগ্ণ প্রতিষ্ঠান গুটিয়ে নেয়ার এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা নিউজিল্যান্ড ও আফগানিস্তান দল ঘোষণা পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত তেল মারা বন্ধ করেন : সরকারি কর্মচারীদের স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল