‘নামাজে দাঁড়ালে ময়লার দুর্গন্ধে খুবই কষ্ট হয়’
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ২৫ অক্টোবর ২০২৪, ১৭:৩৪
নামাজে দাঁড়ালে ময়লার দুর্গন্ধে খুবই কষ্ট হয় বলে আক্ষেপ করেছেন সাভারের মডেল মসজিদ এলাকার মুসুল্লিরা। তারা বলেন, মসজিদ-সংলগ্ন এলাকায় দ্রুত ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে।
আজ শুক্রবার জুমার নামাজের পর সাভার মডেল মসজিদ ও ব্যাংক কলোনী এলাকার রাজালাখ ফার্ম পুকুরে ও মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে মুসুল্লিরা এসব কথা বলেন।
সমাবেশে মুসুল্লিরা বলেন, ‘পুকুর ও মহাসড়কের পাশে আবর্জনা ফেলার কারণে মসজিদসহ আশপাশের এলাকায় ক্ষতিকর পরিবেশ তৈরি হচ্ছে। এ ময়লা-আবর্জনা হলো বিভিন্ন রোগ-বালাইয়ের উৎস। ফেলা ময়লাগুলো সরিয়ে নেয়ার আহ্বান জানান তারা।’
এ দিকে, এলাকাবাসীর পক্ষ থেকে পরিচ্ছন্নতার স্বার্থে ‘এখানে ময়লা-আবর্জনা ফেলা সম্পূর্ণ নিষেধ’ লিখে বড় সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া থাকলেও পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা প্রতিদিন ময়লা আবর্জনা ফেলেই যাচ্ছেন।
এ ব্যাপারে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সাভার পৌরসভার মেডিক্যাল অফিসার কাজী আয়শা সিদ্দিকা জানান, ‘আমরা আশা করছি, দ্রুত সময়ের মধ্যে এ ময়লা-আবর্জনা সরিয়ে ফেলতে সক্ষম হব।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা