রাজবাড়ীতে ধান খেত থেকে নারীর লাশ উদ্ধার
- রাজবাড়ী প্রতিনিধি
- ২৫ অক্টোবর ২০২৪, ১৭:০৪, আপডেট: ২৫ অক্টোবর ২০২৪, ১৭:৩৫
রাজবাড়ীর কালুখালী পল্লীবিদ্যুৎ সাব-স্টেশনের পাশের ধান খেত থেকে নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার মাজবাড়ি ইউনিয়নের মোহনপুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালুখালীর মোহনপুর গ্রামের কৃষক আব্দুল আজিজ মণ্ডল শুক্রবার নিজের ধান খেতে কাজ করতে গিয়ে ওই লাশটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। লাশের পরিচয় শনাক্ত ও ক্রাইমসিন প্রস্তুতের জন্য পিবিআই ও সিআইডি-এর ফরেনসিক ইউনিটকে খবর দেয়া হয়েছে।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, লাশের শরীরে থাকা পোশাক দেখে ধারণা করা হচ্ছে, লাশটি মধ্যবয়সী কোনো নারী হতে পারে। সাত থেকে আট দিন আগে তাকে হত্যা করে ধান খেতে ফেলে রাখা হয়। বিষয়টি ফরেনসিক টিমকে জানানো হয়েছে। তারা এলে লাশ মর্গে পাঠানো হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা