২৫ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১, ২১ রবিউস সানি ১৪৪৬
`

নারায়ণগঞ্জে চালককে হত্যা করে প্রাইভেট কার ছিনতাই

- ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মো: হানিফ (৬০) নামে এক প্রাইভেট কার চালককে কুপিয়ে হত্যা করে প্রাইভেট কার ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৫) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলের পাশে একটি বাটন মোবাইল পাওয়া যায়।

নিহত হানিফ লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের কেরামত আলীর ছেলে।

স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার গভীর রাতের কোনো এক সময় প্রাইভেট কার ছিনতাই করতে ধারালো অস্ত্র দিয়ে ওই চালককে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে গাড়িটি নিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়রা আরো জানায়, ‘সোনারগাঁও উপজেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পিরোজপুর ইউনিয়নের এ এলাকায় প্রায়ই ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিশেষ করে বিদেশ ফেরত লোকদের গাড়িতেই এ ধরনের ডাকাতি ও ছিনতাই হয়। কিন্তু হত্যার মতো ঘটনা আগে হয়নি।

নিহতের ভাগিনা বাহার উদ্দিন মিয়া জানান, ‘স্থানীয় হাইওয়ে সার্জেন্ট অপুল হোসেন ফোনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে লাশ দেখে নিহত ব্যক্তি তার মামা হয় বলে নিশ্চিত করেন।’

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, ‘ধারণা করা হচ্ছে গত রাতে কোনো এক সময় হানিফকে কুপিয়ে হত্যার পর গাড়িটি নিয়ে যায় ডাকাত দল। নিহত হানিফের স্ত্রী রহিমা আক্তার ও তার পরিবারের লোকজন ঘটনাস্থলে আসার পর সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’


আরো সংবাদ



premium cement
লিফট দুর্ঘটনায় ঢাবি কর্মকর্তার মৃত্যু, তদন্ত কমিটি গঠন রংপুরে সারজিস ও হাসনাতের সফর প্রতিহত করতে জাপার বিক্ষোভ কালীগঞ্জে অপহরণের ৪ মাস পর লাশ উদ্ধার, বন্ধু গ্রেফতার ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অগ্রণী ভূমিকাকে সমর্থন করবে রাশিয়া আখাউড়ায় এস আলম গ্রুপের কর্মকর্তা আটক দেশ ও জাতিসত্তাবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সক্রিয় থাকতে হবে : সেলিম উদ্দিন কুমিল্লায় ছাত্রদের ন্যায্য মূল্যের বাজারে ক্রেতাদের ভিড় র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের ‘বাংলাদেশ বির্নিমাণে ছাত্র-জনতাকে নিয়ে কাজ করবে গণঅধিকার পরিষদ’ সিলেটে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত পাবনায় ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করল বিশেষ টাস্কফোর্স টিম

সকল