ছিনতাইয়ের অভিযোগে আটক পুলিশ কনস্টেবলকে গণপিটুনির পর থানায় হস্তান্তর
- ফরিদপুর প্রতিনিধি
- ২৫ অক্টোবর ২০২৪, ১৫:০৬
ফরিদপুরে সাদা পোষাকে ছিনতাইয়ের অভিযোগে এক কনস্টেবলসহ দুইজনকে গণপিটুনির পর পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বাইপাস সড়কের ব্রাহ্মণকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার জিসান শেখ (২০) অভিযুক্ত পুলিশ কনস্টেবলসহ তার সহযোগীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
আটককৃতদের মধ্যে একজন পুলিশের কনস্টেবল মো: মামুন শেখ (৩২)। অপরজন হলেন শহরের আলীপুর মহল্লার আরাফত রহমান আগুন (২৮)।
জিসান শেখ আলালপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জিসান শেখ বলেন, ‘রাত ৮টার দিকে বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলাম। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চার থেকে পাঁচজন লোক এসে বলে তারা ডিবি, আমাকে চেক করবে। আমি বলি, আমার চাচার দোকানের সামনে চলেন, তারপর চেক করেন। তখনই আমার পকেটে থাকা ১০ হাজার টাকা নিয়ে তারা চলে যেতে চায়। এ সময় আশপাশের লোকজন দুইজনকে ধরে ফেলে।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্যকে মারধর করে আটকে রাখার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে সিভিল পোশাকে এক পুলিশ সদস্যসহ দুইজনকে উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক জোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়।’
ওসি আরো বলেন, সম্প্রতি মামুন শেখ কোতোয়ালি থানা থেকে ঢাকায় ডিএমপিতে বদলি হন। তবে তিনি চাকরিতে অনুপস্থিত ছিলেন।’
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা