মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় আ’লীগ নেতাসহ গ্রেফতার ২
- লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ২৪ অক্টোবর ২০২৪, ২০:৩১
মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের আঙিনা ও হলদিয়া বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও হলদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুজন দেওয়ান।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ নয়া দিগন্তকে জানান, ‘মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। পরে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা