২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১, ২০ রবিউস সানি ১৪৪৬
`

গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

বেতন-ভাতা পরিশোধের দাবিতে ফের বিক্ষোভ - ছবি : নয়া দিগন্ত

তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে ফের বিক্ষোভ করেছেন গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখেন।

বৃহস্পতিবার মহানগরীর বাসন সড়ক কলম্বিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানায় তিন মাসের বেতন-ভাতা পান শ্রমিকরা। তারা কিছু দিন ধরে ওই বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিয়েও শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি। এ নিয়ে শ্রমিকরা একাধিকবার সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। শ্রমিক অসন্তোষের মুখে বন্ধ করা কারখানাটি কিছু দিন আগে বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দিয়ে খোলা হয়। কিন্তু চলতি মাস প্রায় শেষ হয়ে গেলেও শ্রমিকদের পাওনা বেতন-ভাতা দেয়ার কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। আজ সকালে শ্রমিকরা বেতন-ভাতা পরিশোধের দাবিতে ফের বিক্ষোভ শুরু করেন। সকাল ১১টার দিকে তারা বাসন সড়ক কলম্বিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে বুঝিয়ে তাদেরকে সড়কের ওপর থেকে সরিয়ে দিলে তিন ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।

এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, ‘তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে শিল্প পুলিশ রয়েছে।’

 


আরো সংবাদ



premium cement
চা বোর্ডে নতুন চেয়ারম্যান মেজর জেনারেল সরওয়ার হোসেন ‘ষড়যন্ত্রকারীরা থেমে নেই, যুবসমাজকে সচেতন থাকতে হবে’ মহাদেবপুরে শিয়ালের কামড়ে ৩ নারীসহ ৫ জন আহত এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না পিপি ফয়েজকে প্রতিহতের ঘোষণা বিএনপিপন্থী আইনজীবীদের গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আমি অন্যায় করলে আমার বিরুদ্ধেও নিউজ করবে : হাবিপ্রবি ভিসি বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ৫২ জনকে অব্যাহতি গণমাধ্যমকে হুমকি দিলে ব্যবস্থা নেবে সরকার ফরিদপুরে বোর্ডারদের ৩০ লাখ টাকা নিয়ে উধাও ছাত্রী হোস্টেলের পরিচালিকা বিপ্লবোত্তর জাতীয় ঐকমত্যের সঙ্কট

সকল