গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ২৪ অক্টোবর ২০২৪, ২০:০৫, আপডেট: ২৪ অক্টোবর ২০২৪, ২০:০৯
তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে ফের বিক্ষোভ করেছেন গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখেন।
বৃহস্পতিবার মহানগরীর বাসন সড়ক কলম্বিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানায় তিন মাসের বেতন-ভাতা পান শ্রমিকরা। তারা কিছু দিন ধরে ওই বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিয়েও শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি। এ নিয়ে শ্রমিকরা একাধিকবার সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। শ্রমিক অসন্তোষের মুখে বন্ধ করা কারখানাটি কিছু দিন আগে বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দিয়ে খোলা হয়। কিন্তু চলতি মাস প্রায় শেষ হয়ে গেলেও শ্রমিকদের পাওনা বেতন-ভাতা দেয়ার কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। আজ সকালে শ্রমিকরা বেতন-ভাতা পরিশোধের দাবিতে ফের বিক্ষোভ শুরু করেন। সকাল ১১টার দিকে তারা বাসন সড়ক কলম্বিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে বুঝিয়ে তাদেরকে সড়কের ওপর থেকে সরিয়ে দিলে তিন ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।
এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, ‘তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে শিল্প পুলিশ রয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা