২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১, ২০ রবিউস সানি ১৪৪৬
`

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

- ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে স্থানীয় টিএনজেড পোশাককারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।

টিএনজেড কারখানার শ্রমিক মমতা বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ নানা তালবাহানা করে গত সেপ্টম্বর মাসের বেতন এখনো পরিশোধ করছে না। সর্বশেষ গত ২০ অক্টোবর ও ২৩ অক্টোবর বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু ওই দিনও নানা অজুহাতে বেতন দেয়নি কারখানার মালিকপক্ষ। ফলে তারা আজ রাস্তায় নামতে বাধ্য হন।’

এ ব্যাপারে শিল্পপুলিশের কর্মকর্তারা জানায়, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিতে অনুরোধ করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement