সিংগাইরে শাশুড়িকে হত্যা : গৃহবধূর পরকীয়া প্রেমিক গ্রেফতার
- সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ২৩ অক্টোবর ২০২৪, ১৮:০৭
মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার নয়াডাঙ্গী মহল্লার হায়াতুন নেছাকে (৬৫) শ্বাসরোধে হত্যার ১৮ দিন পর পুত্রবধূ রুনা বেগমের (২৫) পরকীয়া প্রেমিক সবুজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার সবুজ টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শ্যামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূ রুনা বেগম তার প্রেমিক সবুজ মিয়াকে সাথে নিয়ে গত ৬ অক্টোবর শাশুড়িকে হত্যা করেন। পরে লাশ জামা-কাপড় রাখার সিন্ধুকে লুকিয়ে রাখেন। ওই দিনই সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে এবং রুনা ও তার মাকে আটক করে।
আরো জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে ঢাকার মিরপুরের ১৩ নম্বর সেক্টর থেকে সবুজকে গ্রেফতার করে।
গ্রেফতার সবুজ মিয়াকে বুধবার দুপুরে আদালত প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা