১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

কিশোরগঞ্জে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে (অনার্স-মাস্টার্স কোর্সে) কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বাংলাদেশ বেসকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জেলার বিভিন্ন বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকরা অংশ নেন। পরে জেলা প্রশাসক ফৌজিয়া খানের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

এ সময় কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো: হাবিবুর রহমান। আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, নন-এমপিওভুক্ত শিক্ষক ফাতেমা খাতুন, রূপা চক্রবর্তী, এ কে আজাদ নাসিম, তাজুল ইসলাম, ওসমান গনি আদনান, সুবেস ভট্টাচার্য, সাইফুল ইসলাম জুয়েল, জাহানারা ভূইয়া প্রমুখ।

এ সময় শিক্ষকরা বলেন, ‘৩২ বছরের বৈষম্য অবসানের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজগুলোর বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও নিয়মিত কর্মরত তিন হাজার ৫০০ শিক্ষককে এমপিওভুক্ত করার দাবিতে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।’

অবিলম্বে প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে তাদেরকে এমপিওভুক্ত করার দাবি জানান। এছাড়া তারা ঢাকা শিক্ষা ভবনের সামনে দাবি আদায়ের কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।


আরো সংবাদ



premium cement
শুল্ক হার বাড়ায় মিনিমাম প্রভাব পড়বে জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান সীমান্ত সম্ভারে ৮ মিনিটে দিন-দুপুরে ১৫৯ ভরি স্বর্ণ চুরি সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব : নজরুল ইসলাম খান পিলখানা হত্যাকাণ্ডের বিচারকাজ কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে চলবে আমানতকারীদের স্বার্থে পর্ষদ সভায় ভূমিকা রাখছেন না স্বতন্ত্র পরিচালকরা এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত সুস্থ আছেন রুগ্ণ প্রতিষ্ঠান গুটিয়ে নেয়ার এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা নিউজিল্যান্ড ও আফগানিস্তান দল ঘোষণা পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত তেল মারা বন্ধ করেন : সরকারি কর্মচারীদের স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল