রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে পাকুন্দিয়ায় মশাল মিছিল ও বিক্ষোভ
- পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ২২ অক্টোবর ২০২৪, ২২:৫২
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর সদরে এ মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মশাল মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জর্জ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল। এ সময় উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। আওয়ামী ফ্যাসিস্ট রাষ্ট্রপতি চুপ্পু অনতিবিলম্বে পদত্যাগ না করলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা