রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ২২ অক্টোবর ২০২৪, ১৮:৫৮
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
মঙ্গলবার দুপুরে (২২ অক্টোবর) গাজীপুর প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদ এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান বলেন, ‘আওয়ামী খুনি চক্রের সদস্যদের বিচারের আলোচনা আড়াল করতেই বর্তমান সময়ের ঘষেটি বেগম হাসিনার পরামর্শে মীর জাফর প্রেসিডেন্ট চুপ্পু নতুন ষড়যন্ত্রের ফন্দি এঁটেছেন, কিন্তু বাংলাদেশের বিপ্লবী ছাত্র-জনতা চুপ্পুকে সেই সুযোগ দিবেন না।’
গাজীপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক পাঠান আজহাররের সভাপতিত্বে ও মমিন আকন্দের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা গণঅধিকার পরিষদ সদস্য সচিব মোবারক হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম, গাজীপুর মহানগর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাজেদুর রশিদ, গাজীপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক জাকির হোসেন রবিন, শ্রীপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, গাজীপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান জাহিদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা