২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬
`

শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

- ছবি : প্রতীকী

মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পার্থ শীল (২০) ও অয়ন মন্ডল (২০) নামে দুই কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় সীমান্ত নামের আরো একজন আহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রীছাউনি সংলগ্ন স্থানে বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

নিহত পার্থ শীল উপজেলার পাঁচ্চর এলাকার গোবিন্দ শীলের ছেলে এবং তন্ময় দাস (২০) পাঁচ্চর গোলয়ালকান্দা এলাকার পান্ডব দাসের ছেলে। তারা দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজের ছাত্র।

সূত্রে জানা গেছে, ‘নিহত ও আহত তিন শিক্ষার্থীই দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজের ছাত্র। ক্লাস শেষে মোটরসাইকেলে তিনজন বন্ধু বাড়ি ফিরছিলেন। তারা বন্দরখোলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীছাউনির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে একজন ও পরে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরো একজন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাকিল আহমেদ জানান, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই কলেজের ছাত্রের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরো একজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত বেপরোয়া গতি থাকায় এ দুর্ঘটনা ঘটে।’


আরো সংবাদ



premium cement
আনোয়ারায় বন্য হাতির আক্রমণে ১ নারীর মৃত্যু জুলাই-আগস্টের গণহত্যাসহ সকল অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে : চিফ প্রসিকিউটর গাজায় গত ২৪ ঘণ্টায় ১১৫ জনকে হত্যা করল ইসরাইল রংপুরে শিবিরের সাবেক ২ সভাপতিসহ ৪১ নেতা-কর্মী খালাস সেন্টমার্টিন দ্বীপে পর্যটন সাময়িকভাবে সীমিত করবে সরকার সরকার কি চাইলে এখন রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারে? রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ ঘুষ কেলেঙ্কারিতে সাবেক প্রেসিডেন্টের ২০ বছরের কারাদণ্ড মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রুলের শুনানি ৩০ অক্টোবর নীলফামারীতে আসাদুজ্জামান নুরকে আসামি করে আরো একটি মামলা

সকল