০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

ডুয়েটের নতুন উপ-ভিসি অধ্যাপক আরেফিন কাওসার

- ছবি : নয়া দিগন্ত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপ-ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশল শিক্ষাবিদ অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার।

সোমবার রাতে ডুয়েটের পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ)-এর দফতরের সহকারী পরিচালক মো: জিয়াউল হক এ তথ্য জানান।

এদিকে, দায়িত্ব গ্রহণের পর তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি বলেন, ‘শিক্ষা ও গবেষণায় সমৃদ্ধ ডুয়েট বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য। এক্ষেত্রে তিনি ডুয়েটকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের সহযোগিতা কামনা করেন।’

ডুয়েটের পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ)-এর দফতরের সহকারী পরিচালক মো: জিয়াউল হক জানান, ‘রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মোছা: রোখছানা বেগম স্বাক্ষরিত উপ-ভিসি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।’

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

উপ-ভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার ডুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক। তিনি একজন ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ। এর আগে তিনি ডুয়েটের ডীন, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার ১৯৭৯ সালে বরিশাল জেলার মুলাদি উপজেলার পাতার চর গ্রামে জন্মগ্রহণ করেন।


আরো সংবাদ



premium cement
চকরিয়ায় ধর্ষণের শিকার মুসলিম নারীকে হিন্দু দাবিতে প্রচার বাড়ি ফিরে মাকে চুমু খেতেন রিফাত, প্রতিদিন ডুকরে কাঁদেন মা ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার মামলায় যোগ দিল আয়ারল্যান্ড বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে শহীদ মিনারে ’গণজমায়েত’ শৈত্যপ্রবাহ না থাকলেও শীতে কাঁপছে দেশ হত্যা মামলায় যুবলীগ নেতা নজরুল রিমান্ডে সনের সাথে চুক্তি বাড়ালো ইংলিশ ক্লাব টটেনহ্যাম নতুন মামলায় গ্রেফতার কামরুল-পলক-মামুন আগামী সপ্তাহে চাঁদে নভোযান পাঠাচ্ছে মার্কিন কোম্পানি

সকল