১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

ফতুল্লায় কারখানায় আগুন, পুড়ল ২ লাখ টি-শার্ট

- ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লায় নূর গ্রিন কম্পোজিট নামে একটি পোশাককারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই লাখ পিস টি-শার্ট পুড়ে যাওয়াসহ প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ফখর উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ফতুল্লার লামাপাড়া এলাকার একটি পোশাককারখানায় আগুন লাগে। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। ফলে আগুন বেশি ছড়াতে পারেনি। দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাকিব নূর জানান, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হাজীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে আসে। তাদের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, ‘ফ্যাক্টরির নিচ তলায় গোডাউনে রফতানির জন্য প্রায় চার লাখ পিস তৈরি টি-শার্ট, বিপুল পরিমাণ সুতা ও অ্যাক্সেসরিস মজুদ করা ছিল। আগুনে দুই লাখ পিস টি-শার্টসহ অ্যাক্সেসরিস ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে আমাদের দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।


আরো সংবাদ



premium cement
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়াকে যুবককে হত্যা মায়ের খাবার হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তারেক রহমান শুল্ক হার বাড়ায় মিনিমাম প্রভাব পড়বে জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান সীমান্ত সম্ভারে ৮ মিনিটে দিন-দুপুরে ১৫৯ ভরি স্বর্ণ চুরি সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব : নজরুল ইসলাম খান পিলখানা হত্যাকাণ্ডের বিচারকাজ কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে চলবে আমানতকারীদের স্বার্থে পর্ষদ সভায় ভূমিকা রাখছেন না স্বতন্ত্র পরিচালকরা এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত সুস্থ আছেন রুগ্ণ প্রতিষ্ঠান গুটিয়ে নেয়ার এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা

সকল