১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

৮ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি বিক্ষুব্দ শ্রমিকরা

বিক্ষুব্দ শ্রমিকরা অবরোধ কর্মসূচি পালন করছে। - ছবি : নয়া দিগন্ত

তিন মাসের বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জেনারেশন নেক্সট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা ৫ মিনিট) দীর্ঘ আট ঘণ্টা পেরিয়ে গেলেও তারা মহাসড়ক ছাড়েনি। ঘটনাস্থলে সেনাবাহিনীসহ শিল্প পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড়ে এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এর আগে সকাল ৮টার দিকে আশুলিয়ার গোরাট এলাকায় কারখানার সামনে থেকে মিছিল নিয়ে বাইপাইলে আসে তারা।

শ্রমিকরা জানায়, গত তিন মাস থেকে কোনো বেতন বোনাস পায়নি তারা। বেতন না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রেখেছে কর্তৃপক্ষ। এই নিয়ে কয়েকবার মালিকপক্ষের সাথে কথা হয়েছে। বার বার আশ্বাস দিলেও তারা বেতন পরিশোধ করেনি। তিন মাস অতিবাহিত হলেও অধিকাংশ শ্রমিক বেতন বোনাস পায়নি। কারখানার স্টাফদের বেতন বকেয়া আছে চার থেকে পাঁচ মাসের। এরপর বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয়ে গেলে বেতন পরিশোধের আশ্বাস দেয়া হয়। তবে এখন পর্যন্ত কারখানা খুলে দেয়নি। বেতন ও বোনাস পরিশোধ করেনি মালিকপক্ষ।

তারা আরো জানায়, গত তিন মাস ধরে পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছে শ্রমিকরা। বাসা ভাড়া ও দোকান বাকি থাকায় অনেকটাই না খেয়ে দিন পার করছে তারা। কোথাও চাকরি নিতে পারছে না। এক মাসের বেতন বোনাস পরিশোধ না করেই গত মাসে কারখানা বন্ধ ঘোষণা করে। গত মাসে বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয় তাদের আশ্বাস দিয়েছে বেতন বোনাস পরিশোধ এবং কারখানা খুলে দেয়া হবে। কিন্তু তিন মাসের বেতন এখনো পরিশোধ করেনি। তাই বাধ্য হয়ে মহাসড়কে এসেছে শ্রমিকরা।

এ সময় বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ চলতে থাকবে বলেও জানান তারা।

এদিকে, বাইপাইল ত্রিমোড়ে অবরোধ করে রাখায় ঢাকামুখী ও উত্তরবঙ্গমুখী লেনে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। তবে স্থানীয় রিকশা-অটোরিকশা বাইপাইল থেকে চন্দ্রাগামী লেনে চলাচল করতে পারছে। এছাড়া বাইপাইল-আবদুল্লাহপুর সড়কও বাইপাইলমুখী লেন বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে ওই দু’টি সড়ক-মহাসড়কের যাত্রীরা।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে আসেন তিনি। জেনারেশন নেক্সট লিমিটেড কারখানার শ্রমিক এরা। কেউ দুই মাস, কেউ আরো বেশি মাসের বেতন পায়নি। তাদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
মায়ের খাবার হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তারেক রহমান শুল্ক হার বাড়ায় মিনিমাম প্রভাব পড়বে জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান সীমান্ত সম্ভারে ৮ মিনিটে দিন-দুপুরে ১৫৯ ভরি স্বর্ণ চুরি সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব : নজরুল ইসলাম খান পিলখানা হত্যাকাণ্ডের বিচারকাজ কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে চলবে আমানতকারীদের স্বার্থে পর্ষদ সভায় ভূমিকা রাখছেন না স্বতন্ত্র পরিচালকরা এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত সুস্থ আছেন রুগ্ণ প্রতিষ্ঠান গুটিয়ে নেয়ার এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা নিউজিল্যান্ড ও আফগানিস্তান দল ঘোষণা পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত

সকল