২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩০, ১৮ রবিউস সানি ১৪৪৬
`

মুন্সীগঞ্জে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে না পেরে মহাসড়ক অবরোধ

মুন্সীগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে ন্যাশনাল ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে না পেরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা।

সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়কের দু’পাশের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ভুক্তভোগীরা।

জানা যায়, বিক্ষোভের কারণে মহাসড়কের গজারিয়ার অংশে ১০ কিলোমিটার ঢাকা ও কুমিল্লা উভয়মুখী লেনে অসংখ্য গাড়ি আটকে যায়। সৃষ্টি হয় প্রচণ্ড যানজটের। পরে বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে তারা ওই ব্যাংকের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল করেন।

আমেনা নামে এক ভুক্তভোগী জানান, ‘আমি সংরক্ষিত ১ লাখ টাকা তুলতে ব্যাংকে এলে কর্মকর্তারা দিচ্ছি দেব বলে মাত্র ১০ হাজার টাকা দিতে চাচ্ছেন।’

অপর গ্রাহক নয়াকান্দি গ্রামের লিপি আক্তার বলেন, ‘বিদেশ থেকে পাঠানো ২ লাখ টাকা তুলতে গেলে কর্মকর্তারা আমাকে ১০ হাজার টাকা নিতে বলেন। আমরা দীর্ঘদিন ঘুরেও ব্যাংকে সংরক্ষিত টাকা পাচ্ছি না। আমরা আমাদের টাকা ফেরত চাই। আমাদের জমা টাকা না দিলে আমরা কঠোর আন্দোলন করব।’

এ ব্যাপারে গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘বিক্ষোভের খবর পাওয়ার পরে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রাহকরদের শান্ত করে মহাসড়ক হতে সরিয়ে দিয়ে এসেছি।’

 


আরো সংবাদ



premium cement
সেই আহসান কিবরিয়া অবশেষে বদলি কর্মকর্তাদের উচ্ছ্বাস নারায়ণগঞ্জে সেনাসদস্য হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস, প্রধান নির্বাহী স্নিগ্ধ ‘হেফাজত অরাজনৈতিক অবস্থান দৃঢ়তার সাথে বজায় রাখবে’ ঘূর্ণিঝড় ‘ডানা’ কবে-কোথায় আঘাত হানতে পারে? রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ওয়াশিংটন আবুধাবি ও মস্কোতে রাষ্ট্রদূতদের চুক্তি বাতিল জনসম্পৃক্ততায় ট্রাফিক শৃঙ্খলার উন্নতি সম্ভব স্বাস্থ্য অধিদফতরের নিয়োগকে কেন্দ্র করে দ্বন্দ্বে ৩ ডাক্তার আহত বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের রাস্তা দেখেন : হাসনাত আবদুল্লাহ ববিতে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা

সকল